Quantcast
Channel: Diganta Kobipakha
Viewing all articles
Browse latest Browse all 10

Hasi Lyrics – DJ Bapon |হাসি লিরিক্স –ডি জে বাপন

$
0
0
“হাসি” – গানের লিরিক্স লিখেছেন কলকাতার  ডিজে সঙ্গীতশিল্পী, সুরকার ও গীতিকার কলকাতার একমাত্র বাংলা DJ ডিজে বাপন।
Song Name: HASI  (হাসি )
Song – Hasi  গান – হাসি
Lyrics Vocal Composition Mixing Video Editing DJ Bapon
কথা সুর কণ্ঠ সম্পাদনা – ডি জে বাপন


আপনাদের  মিষ্টি মুখে হাসি ফোটাতে আমি এসেগেছি বন্ধুরা 
কলকাতার একমাত্র বাংলা DJ ডিজে বাপন। 

কারো মুখে আছে টফি , কারো মুখে চকলেট 
কারো মুখে ঠাকুরের নাম। 
কারো মুখ খোলা আছে , কারো মুখ বন্ধ 
কেউ ঠোঁট কাটা বদনাম। 
কারো মুখে উপদেশ , কারো মুখে বিরক্তি 
কারো মুখে এক বুক ঘেন্না। 
কারো মুখে ফুলঝুরি , কারো মুখে ক্লান্তি 
কারো মুখে অদ্ভুত জেল্লা। 

কখনো দুঃখ বা কখনো আনন্দ 
ঘুরে ফিরে মুখে ভেসে আসবে 
যেন কান্নাটা মুছে নিয়ে মুখে হাসি মেখে নিলে 
সবাই তোমায় ভালোবাসবে। 

হাসিটাকে মেখেনও , মেখেনও মুখে 
হাসিটাকে মেখেনও , মেখেনও মুখে 
হাসিটাকে মেখেনও , মেখেনও মুখে 
হাসিটাকে মেখেনও , মেখেনও মুখে 

কারো মুখ উত্তরে কারো মুখ দক্ষিণে 
কারো পশ্চিমে কারো পূর্বে। 
কিছু লোক আছে যার মুখ দেখলেই পরে 
হুট্ করে মুউড যায় বিগড়ে। 

কারো মুখে ঝাল বেশি , কারো মুখে মিছরি 
কথা দিয়ে মধু বয় টপ টপ। 
কারো মুখে বাতেলা থামতে সে জানেনা 
মুখ খুললেই শুধু মারে ঢপ। 

তোমার ব্যাপার তুমি চন্দনবাটা নাকি মুলতানি মাটি মুখে মাখবে ,
তবে  কান্নাটা মুছে নিয়ে মুখে হাসি মেখে নিলে 
সবাই তোমায় ভালোবাসবে। 

হাসিটাকে মেখেনও , মেখেনও মুখে 
হাসিটাকে মেখেনও , মেখেনও মুখে 
হাসিটাকে মেখেনও , মেখেনও মুখে 
হাসিটাকে মেখেনও , মেখেনও মুখে 

তুমি মুখে হাসি মেখে নিলে মনে হয় 
সর্গটা এলো এই পৃথিবীতে নেমে। 
তুমি মুখে হাসি মেখে নিলে মনে হয় 
সময়ে কাঁটা গুলো গেল বুঝি থেমে। 
তুমি মুখে হাসি মেখে নিলে মনে হয়
ভালোবাসা ঢেলেদেই কবিতায়। 
তুমি মুখে হাসি মেখে নিলে মনে হয়
পেয়েগেছি সব আর কিছু  হারাবার নাই ভয়। 

মেখেনও মেখেনও
মেখেনও মেখেনও নাও মেখে 
মেখেনও মেখেনও
মেখেনও মেখেনও নাও মেখে 

হাসিটাকে মেখেনও , মেখেনও মুখে 
হাসিটাকে মেখেনও , মেখেনও মুখে 
হাসিটাকে মেখেনও , মেখেনও মুখে 
হাসিটাকে মেখেনও , মেখেনও মুখে 

হাসিটাকে মেখেনও , মেখেনও মুখে 
হাসিটাকে মেখেনও , মেখেনও মুখে 
হাসিটাকে মেখেনও , মেখেনও মুখে 
হাসিটাকে মেখেনও , মেখেনও মুখে 



Viewing all articles
Browse latest Browse all 10